ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

পল্লবীতে তরুণীর ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
পল্লবীতে তরুণীর ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে মোহনা ইমরোজ (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, পারিবারিক কোন কারণে ইমরোজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার (১৩ ফেরুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোবারক আলী।

তিনি জানান, দুপুরের দিকে সংবাদে মিরপুর পল্লবী সেকশন ১১ ব্লক বি এলাকার একটি বাড়ির তৃতীয় তলা থেকে ঝুলন্ত ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক ঝগড়ার কারণে ইমরোজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

তরুণীর দেশের বাড়ি বরিশাল জেলা এলাকায় হলেও তিনি সেকশন ১১ এলাকায় তার মার সঙ্গে থাকতো। বাবা আবুল কালাম আজাদ মারা গেছেন।  পরিবার বলছে, ইমরোজ আগে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করত।

 

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এজেডএস/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।