ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় বড় চ্যালেঞ্জের মুখে বেতার: তথ্য প্রতিমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় বড় চ্যালেঞ্জের মুখে বেতার: তথ্য প্রতিমন্ত্রী 

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের এ সময়ে বেতার বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করে বেতারকে এগিয়ে যেতে হচ্ছে।

এ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার ও সস্তা বিনোদনের পাশাপাশি মিথ্যা, বানোয়াট ও উদ্ভট সংবাদ প্রচার ও গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে সর্বসাধারণের মাঝে। জনগণকে বিভ্রান্ত করার নানাবিধ উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র।

তিনি বলেন, বাংলাদেশ বেতার এদেশের সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী ইলেকট্রনিক গণমাধ্যম। ১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বর অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্রের মাধ্যমে এ অঞ্চলে বেতার সম্প্রচারের সূচনা হয়। তখন এর নাম ছিল - ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। স্বাধীন বাংলাদেশে এ প্রতিষ্ঠানের নতুন পথচলা শুরু হয় ‘বাংলাদেশ বেতার’ নামে।  

বর্তমানে বাংলাদেশ বেতার ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৬টি বিশেষায়িত সম্প্রচার ইউনিটের মাধ্যমে প্রতিদিন গড়ে পাঁচ’শ ঘণ্টারও বেশি সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তথ্য প্রতি মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমসমূহ এখন স্বাধীনভাবে কাজ করছে। বাংলাদেশ বেতারের পাশাপাশি ২২টি বাণিজ্যিক এফ এম রেডিও ও ১৮টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার এবং ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ ড. সুসান মারি ভিজ।  

এর আগে দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আজ সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমএম 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।