ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিদের বসন্তের শুভেচ্ছা জানিয়েছে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
বাংলাদেশিদের বসন্তের শুভেচ্ছা জানিয়েছে চীন

ঢাকা: বাংলাদেশের নাগরিকদের বসন্তের শুভেচ্ছা জানিয়েছে চীন।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ শুভেচ্ছা জানায়।

চীনা দূতাবাসের বসন্তের শুভেচ্ছা বার্তায় বলা হয়, বিশ্বের সব বাংলাদেশি বন্ধুদের জানাই ঋতুরাজ বসন্তের উষ্ণ শুভেচ্ছা। ফাল্গুনের ফুলের মতোই রঙিন ও আনন্দময় হয়ে উঠুক সবার জীবন। শুভ বসন্ত!

এছাড়াও সরস্বতী পূজা উপলক্ষে চীনা দূতাবাসের অপর এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, দেবী সরস্বতীর আগমনে জ্ঞানের দুয়ার খুলে যাক আমাদের চিন্তা ও চেতনায়। প্রজ্ঞা ও সহযোগিতায় অটুট থাকুক আমাদের আগামীর দিনগুলো। সবাইকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা!

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন থেকে বসন্ত ঋতু শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।