ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই  দুর্ঘটনাকবলিত অটোরিকশা

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালক।

 

বুধবার (২০ মার্চ) সকালে শহরের জোরদরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় হালকা বৃষ্টি হচ্ছিল।  

নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামাণিকের ছেলে ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী (৩৬) এবং সৈয়দপুর বাঙালিপুর নিজপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক আবু তাহের (৫২)।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি অটোরিকশা সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে শহরের জোরদরগা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলম ও আবু তাহের মারা যান। এসময় গুরুতর আহত হন চালক। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।