ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
ফেনীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

ফেনী: ফেনীতে বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মোশাররফ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোশাররফ ফেনী পৌরসভার চাড়িপুর হাজী নজির আহাম্মদ কন্ট্রাক্টর বাড়ির মৃত সফিকুর রহমানের ছোট ছেলে। তিনি পৌর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী রোডের মাথায় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোশাররফ হোসেন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
 
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা বলেন, মোশাররফের অকাল মৃত্যুতে আমরা শোকাহত।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।