ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ভেসে আসছে গোলাগুলির শব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ভেসে আসছে গোলাগুলির শব্দ

কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্রবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন এলাকায় বুধবার রাতেও মর্টারশেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে। নিরাপত্তার বিষয় মাথায় রেখে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আরও বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে রাতে ও ভোরে শব্দ প্রকটভাবে শোনা যায়।

শাহপরীর দ্বীপ সীমান্তের জেটি ঘাটের বাসিন্দা সালামত উল্লাহ জানান, মঙ্গলবার ও বুধবার রাতে এবং সেহরির পর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে তা তেমন তীব্র নয়। এসব বিষয় এখন মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিব খান জানান, অনেক দিন বন্ধ থাকার পর গত দুদিন ধরে রাতের বেলায় গোলাগুলির শব্দ ভেসে আসছে।  

সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে বর্তমানে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

এদিকে ওপারে সংঘাতের কারণে কোস্ট গার্ড সাগরে সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।  

তিনি বলেন, মিয়ানমারে সংঘাতের কারণে শুরু থেকে নাফ নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।