ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ইজিবাইক খাদে পড়ে যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
শরীয়তপুরে ইজিবাইক খাদে পড়ে যুবক নিহত 

শরীয়তপুর: শরীয়তপুরে ব্যাটারিচালিত ইজিবাইক খাদে পড়ে নিরব মাদবর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চর চিকন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিরব চিকন্দী ইউনিয়নের আবুড়া এলাকার ইসহাক মাদবরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ভাগনির বিয়েতে যেতে ব্যাটারিচালিত ইজিবাইকে করে পরিবারের সদস্যদের নিয়ে জাজিরার গঙ্গানগর এলাকায় যাচ্ছিলেন। পথে চর চিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গেলে তাদের বহনকারী ইজিবাইকটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন নীরব। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।