ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
গাজীপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বড়ইতলী এলাকার আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানার কুড়িপাড়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যান আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিম বকশী। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এ সময় টাঙ্গাইলগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।