ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের ভিড়, ২০ লাখ জনসমাগমের প্রত্যাশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের ভিড়, ২০ লাখ জনসমাগমের প্রত্যাশা

নারায়ণগঞ্জ: জেলার বন্দরে বিকেল চারটার পর থেকে পুণ্যার্থী স্নান শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে লাঙ্গলবন্দ এলাকায় দেশের দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করতে শুরু করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরের মধ্যে পুণ্যার্থীদের সেবা দেওয়ার উদ্দেশ্যে নির্মিত ক্যাম্পগুলো পরিপূর্ণ হয়ে ওঠেছে।

সেবা ক্যাম্পগুলো থেকে পুণ্যার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, শিশুদের জন্য দুধসহ রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে স্নান উদযাপন পরিষদের পক্ষ থেকে সেবা ক্যাম্পগুলোয় সরকারি বরাদ্দের চাল পৌঁছে দেওয়া হয়েছে।

পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে সিসিটিভি ক্যাম্প, স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প, অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন জানান, ইতোমধ্যেই স্নান এলাকা পুণ্যার্থীতে পরিপূর্ণ হয়ে গেছে। বিকেল চারটা থেকে তিথি শুরু হবে। ধারণা করা হচ্ছে, এ বছর দেশ ও দেশের বাইরে থেকে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।