ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আফতাবনগরে সেলুনের শাটার ভেঙে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
আফতাবনগরে সেলুনের শাটার ভেঙে মিলল যুবকের মরদেহ

ঢাকা: রাজধানীর আফতাবনগর এলাকার একটি সেলুনের শাটার ভেঙে ভেতরে তারেক মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮এপ্রিল) বেলা ১১টার দিকে আফতাবনগর সি ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামে সেলুনের ভেতর ঝুলন্ত অবস্থায় তারেকের লাশ পাওয়া যায়।

পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন জানান, সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের শাটার ভেঙে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহ সেলুনের ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল, গলায় রশি পেঁচানো ছিল।

জানা গেছে, নিহত তারেক ওই সেলুনে কাজ করতেন। রাতে সেলুনেই অবস্থান করতেন। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। তারেকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নয়নপুর গ্রামে। বাবার নাম সুজন মিয়া। কী কারণে তারেক আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।