ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শহরের গোলাহাট কবরস্থান গেট সংলগ্ন এলাকার বাসিন্দা জাহিদ হোসেন। তিনি প্রতিদিনই ভ্যানে করে পাউরুটি, বিস্কুটসহ বেকারি সামগ্রী দোকানে দোকানে বিক্রি করে আসছিলেন। ঘটনার রাতে এসব বিক্রি করে ওইপথ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঢেলাপীর ফিলিং স্টেশনের কাছে দ্রুতগামী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে যানবাহনটি আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।