ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পল্লবীর সড়কে শিশুসহ তিনজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ১, ২০২৪
পল্লবীর সড়কে শিশুসহ তিনজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার সড়কে একই স্থানে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- খাইরুল বেগম (৩২) ও তার ভাতিজা মোহাম্মদ ইয়াসিন (৪) এবং তারামন বেগম (৭০)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১ মে) সকালে পূরবী এলাকায় রাস্তা পারাপারের সময় তারামন বেগম নিহত হন। পরিস্থান নামে একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। তারামন বেগম পরিবারের সঙ্গে বটতলা এলাকায় বসবাস করতেন।

এ ছাড়া গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পূরবী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় খাইরুন্নেসা ও তার কোলে থাকা ভাতিজা ইয়াসিন মারা যায়। এ ঘটনায় বসুমতী নামে যাত্রীবাহী বাস জব্দের পাশাপাশি সেটির চালককে আটক করা হয়েছে। নিহত দুজনই পরিবারের সঙ্গে মিরপুর ১২ ব্লক ধ এলাকায় থাকতেন।

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি অপূর্ব হাসান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।