ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে পড়ে তরুণী গৃহকর্মী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ২, ২০২৪
ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে পড়ে তরুণী গৃহকর্মী আহত

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে সোহানা (১৮) নামে এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় ধানমন্ডি ৯/এ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ছাদ থকে তিনি পড়ে যান।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহানা ওই বাড়ির দোতলার একটি বাসার গৃহকর্মী। তিনি যে বাসায় থাকেন, সেই গৃহকর্ত্রীর নাম ডা. সামিরা।

ওই বাসার গাড়িচালক মো. আশিক মিয়া বলেন, আমরা কয়েকজন বাসার বেজমেন্টে ছিলাম। হঠাৎ একটি আওয়াজ পেয়ে বাসার পেছনে গিয়ে দেখি ওই গৃহকর্মী নিচে পড়ে আছেন। তখন দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

বাসার গৃহকর্ত্রী ডা. সামিরা বলেন, ধানমন্ডির ওই বাসার দ্বিতীয় তলায় থাকি। সোহানা চার বছর যাবত আমাদের বাসায় কাজ করে। সোহানার বাড়ি সিলেট জেলায়। সন্ধ্যায় সোহানার ছাদে যাওয়ার কথা নয়। কেন সে ছাদে গেছে তা বলতে পারবো না।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ধানমন্ডি থেকে আহত অবস্থায় ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। গৃহকর্ত্রীর ভাষ্য, তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়েছেন। ওই গৃহকর্মীর দুই পায়ে ও মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০২, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।