ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত লাভিঞ্চি হোটেলের পাশে তাদের নিজস্ব জেনারেটরের রুমে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
শনিবার (১৮ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১০টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিস থেকে ৬ ইউনিট কাজ শুরু করে এবং আগুন সম্পূর্ণ নেভাতে সকাল পৌনে এগারোটা পর্যন্ত সময় লেগেছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এজেডএস/এমএম