ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ২৬, ২০২৪
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীতে নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

এরপরই বাসায় ফেরেন।

আইনমন্ত্রী বর্তমানে সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। যে কারণে চিকিৎসকের পরামর্শ অনুসারে আগামী তিন-চারদিন তিনি বিশ্রামে থাকবেন।

ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৬, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।