রাজশাহী: ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের চাপায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় কমপক্ষে আরও চার জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫)। এছাড়া ২ জন নিখোঁজের মধ্যে মো. সেন্টুকে (৩০) নামের এক জনকে ওই গাছের নিচ থেকে পরে উদ্ধার করা হয়েছে। অন্যজনের নাম এখনও জানা যায়নি।
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার নাম-পরিচয় জানাতে পারেননি।
তবে তারা সবাই রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় না পাওয়া গেলেও ঝড়-বৃষ্টির মধ্যেই সেখানে উদ্ধার কাজ চলছে।
এদিকে মো. এহসারুল্লাহ নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সাথে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে বেশ কয়েক জন ওই বটগাছের নিচে চাপা পড়ে যান। নিহতদের মধ্যে এক জন ব্যবসায়ী রয়েছেন। স্থানীয়রা পাশেই থাকা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।
জানতে চাইলে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামও এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ওপর দিয়ে আজ রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ও বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় বটগাছ উপড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
তিনি আরও বলেন, এখনও উদ্ধার কাজ চলছে। আরও কয়েক জন গাছের নিচে চাপা পড়ে আছেন বলে তারা প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছেন। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের ব্যাপারে আরও বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এসএস/এমএম