ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢামেকের সামনে ফুটপাতে মিলল নবজাতকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ঢামেকের সামনে ফুটপাতে মিলল নবজাতকের মরদেহ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের আনুমানিক বয়স এক দিন।

শুক্রবার (১৪ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ফুটপাতে একটি ব্যাগে কে বা কারা মরদেহটি ফেলে গেছে। স্থানীয়রা দেখে প্রথমে পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপর ঘটনাটি শাহবাগ থানায় জানানো হলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।