ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
দাগনভূঞায় ট্রাকচাপায় যুবক নিহত ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় ট্রাকচাপায় ফেরদৌস (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস ওই ইউনিয়নের আলামপুর হাজি বাড়ির মরহুম দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুটি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করার সময় ফেরদৌসকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৪ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।