ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সোহাগ তালুকদার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সোহাগ তালুকদার আর নেই

মাদারীপুর: কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার (৫৮) ক্যানসার রোগে আক্রান্ত হয়ে সোমবার (১৭ জুন) সকালে তার ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রাজিউন)।  

তিনি ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে আসেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুলগ্রাহী রেখে গেছেন।  

আজ বাদ এশা মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পৌরসভার মেয়র এস এম হানিফ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।