ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে এক পর্যটক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় সাজেক থেকে মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে ফেরার পথে দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাজীব চট্টগ্রাম জোরালগঞ্জ এলাকার শাহ আলম শেখের ছেলে।

জানা যায়, রাজীব সাজেক ঘুরে অন্য বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে দীঘিনালার মাইনী ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।