ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ২১, ২০২৪
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় রানু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে ফতুল্লা খাঁন সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রানু বেগম কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস রানুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।