ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

তৈরি পোশাক কারখানায় নারী শ্রমিক ১৭ লাখ ৩৪ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
তৈরি পোশাক কারখানায় নারী শ্রমিক ১৭ লাখ ৩৪ হাজার

ঢাকা: দেশে তৈরি পোশাক কারখানায় ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক রয়েছেন। এরমধ্যে নারী শ্রমিক রয়েছেন ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন, যা মোট শ্রমিকের ৫২ দশমিক ২৮ শতাংশ।

রোববার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী (বায়োমেট্রিক্স ডাটাবেইজড অনুসারে) বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক রয়েছেন। এরমধ্যে নারী শ্রমিক রয়েছেন ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন, যা মোট শ্রমিকের ৫২ দশমিক ২৮ শতাংশ।

বিকেএমইএ-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে নিট সেক্টরে বর্তমানে মোট ১৭ লাখ ২৫৫ জন শ্রমিক রয়েছেন। এরমধ্যে নারী শ্রমিক রয়েছেন ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন, যা মোট শ্রমিকের ৬২ শতাংশ। অর্থাৎ দেশে তৈরি পোশাকখাতে মোট ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছেন। এরমধ্যে নারী শ্রমিক ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন (ইপিজেড ব্যতীত), যা মোট শ্রমিকের ৫৫ দশমিক ৫৭ শতাংশ।

অপরদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ২০২২ শ্রমশক্তি জরিপ অনুযায়ী তৈরি পোশাক খাতে মোট লোকবল ৪৩ লাখ ১৬ হাজার। এরমধ্যে ১৬ লাখ ১৯ হাজার জন নারী, যা মোট শ্রমিকের ৩৭ দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।