ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক ও মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের বাসিন্দা ও মাছ ব্যবসায়ী বরুণ দাস (৫৫) এবং পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, সকালে আগরপুর থেকে মাছ কেনার জন্য প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন বরুণ ও আয়নাল। পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুণ ও ভ্যানচালক আয়নালের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।