ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সালথায় ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
সালথায় ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের

ফরিদপুর: জেলার সালথায় ট্রলি উল্টে গিয়ে মো. ইমন মোল্যা (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

এরআগে, বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বড় লক্ষণদিয়ার পূর্বপাড়া শালীডাঙ্গা খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের দক্ষিণ পাড়ার মান্দার মোল্লার একমাত্র ছেলে।

জানা যায়, রমজান নামক এক মাটি ব্যবসায়ীর সাইটে খালি ট্রলি গাড়ি নিয়ে শালীডাঙ্গা খালের পাড় দিয়ে যাওয়ার সময় ট্রলি গাড়িটি উল্টে গিয়ে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ইমন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ইমনের মরদেহ উদ্ধার করে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।