ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, মিলল মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
বাগেরহাটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, মিলল মরদেহ 

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ মহিদুল শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে রশি পেঁচিয়ে জেলে মহিদুলের ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। মুহিদুল আর পাড়ে উঠতে পারেনি।

নিহত মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মাদরাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে ভেসে উঠে। মৃতের ভাই মহিদুলের মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে। আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।