ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজশিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজশিক্ষকের মৃত্যু

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল ইসলাম (৩৫) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠানে একটি বাঁশ সরানোর সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে দেওয়া বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে শরীরে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।