কক্সবাজার: টেকনাফের সীমান্তবর্তী এলাকায় নাফ নদী অপর পারে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার হাসপাতালে আনার সময় ওই রোহিঙ্গার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ আয়াছ (২৫)।
আশিকুর রহমান বলেন, টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরএমও বলেন, নিহত রোহিঙ্গাকে যিনি হাসপাতালে নিয়ে আসেন সেই ব্যক্তি সটকে পড়েন। তিনি হাসপাতালের সংশ্লিষ্টদের তথ্য দিয়েছেন টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হন।
তবে নিহত ব্যক্তি বাংলাদেশের কোনো রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান আরএমও।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসবি/এমএম