ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
দেবীগঞ্জে নদীতে ডুবে কৃষকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নদীর পানিতে ডুবে বিকাশ চন্দ্র অধিকারী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৩ জুলাই) দুপুরের পর উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর এলাকার ছাতনাই নদীতে এ ঘটনাটি ঘটে।

পরে বিকেলে নদীর কিছু দূর থেকে বিকাশ চন্দ্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, মৃত বিকাশ চন্দ্র রায় অধিকারী দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বন্দর পাড়া এলাকার মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের কৃষি জমির কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ছাতনাই নদ নদী পাড় হওয়ার জন্য নদীতে নামে এবং পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। আশপাশে কাজ করা অন্য কৃষকরা তাকে নদীতে ডুবতে দেখে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসক খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে বিকাশ চন্দ্র অধিকারীর মরদহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ ইখতেখারুল মোকাদ্দেম বাংলানিউজকে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা  হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।