ঢাকা, মঙ্গলবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৬ জুলাই ২০২৪, ০৯ মহররম ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবক নিহত

রাজধানীর ঢাকা কলেজের সামনের সড়কে সংঘর্সের সময় এক যুবক নিহত হয়েছেন। বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নামপরিচয় পাওয়া যায়নি।  
  
শরিফ ও আকাশ মামুন নামের দুই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।  

শরিফ ও আকাশ মামুন আরও জানান, নিহত যুবক মোটরসাইকেলে ছিলেন। তার পেছনে আরেকজন ছিলেন। তাকে সখানে মারধর করা হয়।  

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫। তার পরনে কালো জিন্স ও হালকা পেস্ট রঙের গেঞ্জি আছে। বিষয়টি জানিয়েছেন ঢামেকে দায়িত্বরত ইনসপেক্টর বাচ্চু মিয়া।  

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। অনিক ও নাসিম নামের ওই দুই শিক্ষার্থী এসে বলেছেন তারা গুলিবিদ্ধ। তাদের পরীক্ষা দেখছেন চিকিৎসকরা।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।