ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

জাতীয়

কোটা আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
কোটা আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ম্যাথিউ মিলার

ঢাকা: শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।  

 বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি, আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছি। শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানাচ্ছি।  

মিলার বলেন, আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আন্দোলনে মানুষের মৃত্যুর খবর, নিহত হওয়ার খবর দেখছেন।  

শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য মানুষের অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  

এদিকে কোটা আন্দোলনের প্রেক্ষিতে ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সাবধানে চলাফেরা করতে  নির্দেশনা দিয়েছে।  

একই সঙ্গে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৮,২০২৪ 
টিআর/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।