ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আজকে ঢামেকে এসেছে ৪১ লাশ, চিকিৎসা নিয়েছে ৩৭৬জন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
আজকে ঢামেকে এসেছে ৪১ লাশ, চিকিৎসা নিয়েছে ৩৭৬জন

ঢাকা: আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসেছে ৪১টি লাশ।

এরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গুলিতে নিহত।

 

সোমবার (৫আগষ্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত গুলিতে নিহত ৪১জনকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়।

অধিকাংশ মৃতদেহ দুপুরের পরে যাত্রাবাড়ী এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। এছাড়া রাজধানীর আশেপাশে থেকেও দুই একজনের মৃত নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ৪১ লাশ হাসপাতালের আসার বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, নিহতদের মধ্যে অনেকের নাম এখনো জানা যায়নি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকেট কাউন্টারে দায়িত্বরত তরিকুল ইসলাম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য ৩৭৬ জনকে টিকিট দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫১ জনকে চিকিৎসক ভর্তি দিয়েছে তাদের জন্য আলাদা ভর্তি ফাইল তৈরি করা হয়েছে। আহতরা অধিকাংশ গুলিতেই আহত।

 

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪ 

এজেডএস/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।