ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘালয়ে কারফিউ, ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফের সর্বোচ্চ-সতর্কতা জারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
মেঘালয়ে কারফিউ, ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফের সর্বোচ্চ-সতর্কতা জারি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তবর্তী এলাকাগুলোতে কারফিউ জারি করেছে ভারতের মেঘালয় রাজ্য। তাছাড়া ইন্দো-বাংলা বর্ডারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।

মেঘালয়ের উপ-মূখ্যমন্ত্রী প্রেস্তোন টিনসং জানিয়েছেন, সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরের ২০০ মিটার পর্যন্ত  কারফিউ সন্ধ্যা ৬টা  থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সীমারেখা ৪৪৪ কিলোমিটারেরও বেশি।

বিএসএফের এক কর্মকর্তা বলেন, হাই এলার্ট জারি করা হয়েছে।  অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তবর্তী এলাকায় চলাচলের ওপর নিবিড়ভাবে নজর রাখছি আমরা।    

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বর্তমানে  তিনি ভারতে অবস্থান করছেন। যার ফলে সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ যেমন হাই এলার্ট জারি করেছে, তেমনটি মেঘালয়ও জারি করেছে কারফিউ।  

বাংলাদেশ সময়: ০০৪৪ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
ইইউডি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।