ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

ঢাকা: নিয়োগ পাওয়ার ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারী।  

শনিবার বাংলা একাডেমির ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া একাডেমির পরিচালক সরকার আমিনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গত ২৪ জুলাই মো. হারুন-উর-রশীদ আসকারী তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।  

কিন্তু তার নিয়োগ নিয়ে দেশের কবি-লেখক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।  

১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন হারুন-উর-রশীদ আসকারী। ২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান এবং এই বিশ্ববিদ্যালয়ের উপযাচার্যের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর আগে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।