ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় দুই কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
মানিকগঞ্জে ট্রাকচাপায় দুই কিশোর নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর ওপর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

জাকির হোসেন জেলার সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে এবং বাদশা মোল্লার ছেলে সায়েম মিয়া।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর ওপর ওভারটেক করার সময় বাসটি মোটরসাইলেটিকে ধাক্কা দিলে জাকির পড়ে যায়। এসময় সামনে থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। গুরুতর আহত হয় সায়েম। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থা রাতে সেও মারা যায়।

 মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হবে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।