ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের সব গেট বন্ধ, আনসার সদস্যদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
সচিবালয়ের সব গেট বন্ধ, আনসার সদস্যদের বিক্ষোভ

ঢাকা:  সচিবালয় গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন আনসার বাহিনীর সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন বলে মাইকে ঘোষণা দেয়া হচ্ছে।

রোববার(২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেন। আনসার বাহিনীর সহস্রাধিক সদস্য এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। জাতীয়করণের দাবিতে তারা এর বিক্ষোভ মিছিল ও অবস্থান সমাবেশ করছেন বলে জানা গেছে।

এদিকে আনসার সদস্যরা সচিবালার গেটের সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান নেওয়ার কারণে সচিবালের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে কোন লোক এবং গাড়ি বের হতে পারছেন না ভেতরে ঢুকতেও পারছেন না।

বাংলাদেশ সময় ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসকে/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।