ঢাকা: বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষু শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসলো বিজিবির হেলিকপ্টার।
রোববার (২৫ আগস্ট) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান।
গতকাল সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়। এ সময় বিজিবির এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলাম এর কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।
এমন পরিস্থিতিতে বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক তাৎক্ষণিকভাবে শিশুট ও তার পরিবারের লোকজনদের হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে। অতঃপর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে মুমূর্ষু শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, বিজিবির হেলিকপ্টার যোগে দুটি হেলিমিশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ২০০০ কেজি ত্রাণ সামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা,আগস্ট ২৫,২০২৪
এজেডএস/এমএম