ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে ত্রাণ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
সুবর্ণচরে ত্রাণ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল

বন্যাকবলিত নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বন্যা কবলিতদের ত্রাণ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (২৪ আগস্ট) সংগঠনের নেতারা এ কর্মসূচি করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, সুবর্ণচর আমার জন্মস্থান। আমরা উপজেলার চরজুবলি, চর আমানউল্লাহসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছি। প্রতিটি প্যাকেটে শুকনো খাবার, পানি, চাল, ডাল ও স্যালাইন রয়েছে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান, মওদুদ আহমেদসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতা কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।