ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বন্যার্তদের সহয়তায় এক দিনের বেতন ত্রাণ তহবিলে দেবে বাণিজ্য মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বন্যার্তদের সহয়তায় এক দিনের বেতন ত্রাণ তহবিলে দেবে বাণিজ্য মন্ত্রণালয়

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের মূল বেতনের টাকা বন্যার্তদের সহযোগীতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বন্যা পীড়িত মানুষের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এক দিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা,আগস্ট ২৫,২০২৪
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।