ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

ঢাকা: রাজধানী কদমতলী মেরাজনগরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে নিহতের বয়স হবে আনুমানিক ৫৫ বছর।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঘটনা সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার পুলিশ।

মরদেহটি সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক হৃদয় কুমার পোদ্দার উল্লেখ করেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মেরাজনগর বি-ব্লক শাহী মসজিদের সামনের কাঁচা রাস্তার উপর অজ্ঞাতনাম দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা,সেপ্টেম্বর ৪,২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।