ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় হাসিনার ৫ চাচাতো ভাইসহ আ.লীগের ২১৫ নেতা-কর্মীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
খুলনায় হাসিনার ৫ চাচাতো ভাইসহ আ.লীগের ২১৫ নেতা-কর্মীর নামে মামলা

খুলনা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল,শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবু ও  সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক এমপি বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, আব্দুস সালাম মূর্শিদীসহ আওয়ামী লীগের ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। মামলা নম্বর ৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপি’র নেতা-কর্মীরা ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা শিকিরহাট ঘাট থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নেতা-কর্মীদের নিয়ে ট্রলারগুলো বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এর আগে একই ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।

এ মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিব, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, রূপসা কলেজের অধ্যক্ষ আবদুস সালাম ফকির, রূপসার ইউপি চেয়ারম্যান বুলবুল ও জাহাঙ্গীর, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা, খানজাহানআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রহিম, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শেখসহ খালিশপুর, খানজাহান আলী থানা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫,২০২৪
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।