ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার ‘শহীদী মার্চ’ শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
ছাত্র-জনতার ‘শহীদী মার্চ’ শুরু

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মার্চটি শুরু হয়।

এটি নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি-২৭, ফার্মগেট, কারওয়ান বাজার বাংলামোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শহীদ পরিবার, পেশাজীবী, শ্রমিকসহ সাধারণ মানুষ শহীদী মার্চে অংশ নিয়েছেন।

তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, নূরজাহান বেগম উচ্চ বিদ্যালয়, সরকারি কমার্স কলেজ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইমপেরিয়াল কলেজ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, খিলগাঁও মাকজালুল উলুম মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও জনতা এ মার্চে উপস্থিত রয়েছেন।

শিক্ষার্থীরা ‘আমাদের শহীদেরা, আমাদের শক্তি’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪ আমাদের বিশ্বাস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ একাধিক স্লোগান দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা উড়িয়ে মিছিলে মিছিলে মার্চে এগিয়ে যাচ্ছেন। কেউ কেউ শহীদদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। কয়েকজনের হাতে পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও দেখা গেছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাইক্রো বায়োলজির শিক্ষার্থী হাসিব আহমেদ ইমন বলেন, এক মাস আগেও আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না। শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম। তাদের স্মরণে আমরা জড়ো হয়েছি।

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মাশফি মিশন মল্লিক বলেন, ছাত্রসমাজের প্রতি ভালোবাসা এবং তাদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা এসেছি। তাদের কারণেই আজ ভয়-সংকোচহীন আমরা কথা বলতে পারছি।

যাত্রাবাড়ির দারুল উলুম মাদানিয়া মাদরাসার দাওরায়ে হাদিস শ্রেণির ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আমরা এখনো শহীদদের বিচার পাইনি। সে বিচার আমরা চাইব।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।