ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চার সংস্থায় নতুন পরিচালক, এনামুল করিম ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
চার সংস্থায় নতুন পরিচালক, এনামুল করিম ওএসডি

ঢাকা: চার সংস্থায় নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক আদেশে তাদের এ নিয়োগ দেওয়া হয়।



আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সায়েদুল ইসলামকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, জাকিয়া সুলতানাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, লাননী ইয়াসমিনকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ও মোহাম্মদ আশরাফ উদ্দিনকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এনামুল করিমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

সমালোচনার মুখে পরদিন ১০ সেপ্টেম্বর উপসচিব এনামুল করিমের সিলেটের ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে।

সিলেটে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিমের নিয়োগ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এনামুল করিমের বিরুদ্ধে ২০১৯ সালে ফেনীর কলেজছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে প্রচেষ্টায় চালান বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।