ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফটোসাংবাদিক শাকিল আহমেদের বাবা মো. সাইজদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চনপাড়ায় নিজ বাসায় তিনি মারা যান। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, জানাজার নামাজ শেষে চনপাড়া কেন্দ্রীয় কবরস্থানে রাত ১২টায় তাকে দাফন করার কথা রয়েছে।
শাকিল আহমেদের বাবা সাইজদ্দিনের মৃত্যুতে বাংলানিউজ পরিবার শোকাহত।
এক বার্তায় বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমআইএইচ/আরবি