ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
হত্যা মামলায় সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিউমার্কেট থানা এলাকায় আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিযন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় নিউ মার্কেট থানা এলাকায় আবদুল ওয়াদুদ হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। একই রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।