ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাহাড়ে বাঙালি হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
পাহাড়ে বাঙালি হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল: পাহাড়ে বাঙালি হত্যার প্রতিবাদ, পাহাড়ি ও বাঙালিদের সম্পর্ক পুনর্গঠন এবং সম অধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ করে বরিশাল ছাত্র-জনতা ও টিম ২৪ ঘণ্টা।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ে বাঙালিদের হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিরাজমান দ্বন্দ্ব দূর করে দ্রুত সময়ের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করতে হবে। এর মধ্যদিয়ে পাহাড়ি ও বাঙালিদের সমাধিকার নিশ্চিত করতে হবে।

ভারতের ওপর নির্ভরশীলতা কমানো, দেশটির মুসলমানদের ওপর সব ধরনের অত্যাচার বন্ধের দাবি জানান মানববন্ধনকারীরা। পাহাড়ে লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।