ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএল কলেজে তিন দিনব্যাপী বইমেলা-ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
বিএল কলেজে তিন দিনব্যাপী বইমেলা-ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা: সীরাতুন্নবী (সা.) উপলক্ষে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে  কলেজের একাডেমিক ভবন-২ এর কনফারেন্স রুমে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রফেসর শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীরাতুন্নবী (সা.) এর উপর বক্তব্য রাখেন ও তিন দিনব্যাপী বইমেলা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব। এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।