ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব’

খাগড়াছড়ি: পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে।

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে অন্তত ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ঢেউটিন, সেলাই মেশিন, সার, বীজ বিতরণসহ ৮শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।