ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ভারতীয় চিনি, চা-পাতার চালান আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
সিলেট সীমান্তে ভারতীয় চিনি, চা-পাতার চালান আটক

সিলেট: সিলেট সীমান্তে শুষ্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা চিনি ও চা-পাতার একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজর ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে চিনি ও চা-পাতার চালান আটক করেন।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৭১ বস্তায় ৪৩ হাজার ৫৫০ কেজি ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতার চালান আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও চা-পাতা আটক করা হয়। আটক চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।