ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখতার জাহানের চুক্তি বাতিল, বিএমডিএ চেয়ারম্যান আসাদুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
আখতার জাহানের চুক্তি বাতিল, বিএমডিএ চেয়ারম্যান আসাদুজ্জামান

ঢাকা: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১ অক্টোবর) সরকারের সঙ্গে তার সম্পাদিত চুক্তির মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

অপর আদেশে ড. এম আসাদুজ্জামানকে দুই বছর মেয়াদে বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-১৩ (২) অনুযায়ী আসাদুজ্জামনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান। পরে ২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এমআইএইচ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।