ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

দেশে কারও জঙ্গি-আইএসের আদর্শে চলার সুযোগ নেই: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
দেশে কারও জঙ্গি-আইএসের আদর্শে চলার সুযোগ নেই: আইজিপি

ঢাকা: দেশে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে চলার অধিকার আছে। কিন্তু কারও জঙ্গি-আইএসের আদর্শে চলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

তিনি বলেন, কেউ এই দেশে জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব-আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নেই।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

কিছু সংগঠন উন্মুক্ত মিছিল করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছে, কালেমা লেখা কালো পতাকা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএস)। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যখন এতো বড় ধর্মীয় উৎসব পালন হচ্ছে সেখানে কোনো থ্রেট আছে কিনা? আইজিপিকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বাংলাদেশে জঙ্গি বা আইএসেরে আদর্শে চলার সুযোগ নেই বলে মন্তব্যটি করেন।

ময়নুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কে গ্রেপ্তার করেছি। তথাকথিত পতাকা নিয়ে হঠাৎ করে যারা ঝটিকা মিছিল করেছে তাদের ৩ জনকে আমরা গ্রেপ্তার করেছি। সুতরাং, জঙ্গি তৎপরতা করার কোনো সুযোগ নেই। আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত আছে।

জেল থেকে জামিনে জঙ্গি সদস্যদের মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব জামিন বিগত সরকারের আমলের। তারা কোনো কারণে তখন বের হতে পারেনি বা বের হয়নি। তবে যারা জামিনে বের হয়েছে তাদের ওপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই।

এবার দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। কিন্তু তারপরও আমরা সতর্ক থাকতে চাই, যেন কেউ ফায়দা লুটতে না পারে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।